গাজীপুর মহানগরীর টঙ্গী কাঁঠালদিয়া বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন । 351 0
গাজীপুর মহানগরীর টঙ্গী কাঁঠালদিয়া বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ।
টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে স্থানীয় চেরাগআলী এলাকায় বস্তিবাসীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বস্তিবাসীরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন বস্তিবাসীদের পুনবাসন ছাড়া বস্তি থেকে উচ্ছেদ করতে পারবে না। কিন্তু স্থানীয় একটি কু-চক্রিমহল নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার প্রভাব খাটিয়ে বস্তিবাসীদেরকে বস্তি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা করে এবং এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এই বস্তিতে ১০টি মুক্তিযোদ্ধাসহ প্রায় ২শতাধিকের বেশি পরিবার দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করে আসছে। আমাদের ক্ষতিপূরণ ও পুর্নবাসন না করে উচ্ছেদ করা হলে আমরা ছেলে মেয়েদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো।
বস্তিবাসীরা আরো বলেন, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলরের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৩০/৪০টি পরিবার বস্তি ছেড়ে চলে গেছে। বর্র্মানে বস্তির দেড় শতাধিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো: সাইফুল ইসলাম বলেন, বস্তিবাসীদের উচ্ছেদ করতে হলে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে টঙ্গীর ১৯টি বস্তিবাসীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। গাজীপুর মহানগর যুবলীগ বস্তিবাসীদের পাশে ছিল, আগামীতেও থাকবে। কোন অপশক্তিই তাদেরকে উচ্ছেদ করতে পারবে না। একটি চক্র গত তিনদিন যাবত বস্তিবাসীদের গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি সাংবাদিক ভাইদের লেখনির মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই। কোন প্রকার যেন বস্তিবাসীদের পুর্নবাসন ও ক্ষতিপূরণ না দিয়ে বস্তি উচ্ছেদ করতে না পারে।